যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও পেশাগত দক্ষতা অর্জনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য বিশ্বব্যাংক দিচ্ছে ব্যতিক্রমী সুযোগ। প্রতিষ্ঠানটি তাদের বহুল প্রত্যাশিত ট্রেজারি সামার ইন্টার্নশিপ ২০২৬–এর জন্য আবেদন গ্রহণ শুরু করেছে। এই ইন্টার্নশিপে অংশগ্রহণকারীরা শুধু কাজের অভিজ্ঞতাই অর্জন করবেন না, বরং ফাইন্যান্স, উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়ন বিষয়ে হাতে-কলমে শিখতে পারবেন। বিশ্বব্যাংকের মতে, এটি শিক্ষার্থীদের জন্য অন্যতম সেরা গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ হিসেবে বিবেচিত। সময় ও স্থান সময়কাল: ২৬ মে ২০২৬ থেকে ৩ আগস্ট ২০২৬ পর্যন্ত (মোট ১০ সপ্তাহ) স্থান: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র ধরন: ফুলটাইম (সপ্তাহে অন্তত চার দিন অফিসে উপস্থিত থাকতে হবে) ভাতা ও সুবিধা প্রতি ঘণ্টায় ২১.৮০ ডলার (অ-আমেরিকান নাগরিকদের জন্য) প্রতি ঘণ্টায় ২৬.২০ ডলার (আমেরিকান নাগরিকদের জন্য) মোট কাজের সময়: ৪০০ ঘণ্টা অফিস থেকে কাজের জন্য ল্যাপটপ প্রদান প্রয়োজনে ভিসা স্পনসরশিপ সুবিধা যোগ্যতা স্নাতক পর্যায়ের চার বছরের ডিগ্রির দ্বিতীয় বর্ষ সম্পন্ন হতে হবে। ডিসেম্বর ২০২৬ থেকে সেপ্টেম্বর ২০২৭–এর মধ্যে স্নাতক শেষ করতে হবে। ভালো একাডেমিক রেকর্ড থাকতে হবে। পুরো ইন্টার্নশিপ সময়ে ফুলটাইম কাজের জন্য প্রস্তুত থাকতে হবে। একই সময়ে অন্য কোনো চাকরি বা ইন্টার্নশিপে যুক্ত থাকা যাবে না। আবেদন প্রক্রিয়া আবেদনকারীদের জমা দিতে হবে— এক পৃষ্ঠার কভার লেটার (PDF) এক পৃষ্ঠার রেজ্যুমে (PDF) অর্ধপৃষ্ঠার পারসোনাল স্টেটমেন্ট (PDF) অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। আবেদনকারীদের World Bank Treasury Internship Portal–এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। বাছাই প্রক্রিয়া রিক্রুটমেন্ট কমিটি নির্ধারিত সময়ে জমা দেওয়া আবেদনগুলো পর্যালোচনা করবে। যোগ্য প্রার্থীদের জন্য অনলাইন টেস্ট ও সাক্ষাৎকারের আয়োজন করা হবে। নির্বাচিতদের ফলাফল ডিসেম্বর ২০২৫–এর মধ্যে জানানো হবে। ভবিষ্যৎ সুযোগ ইন্টার্নশিপ শেষে সফল প্রার্থীরা বিশ্বব্যাংক ট্রেজারির জুনিয়র অ্যানালিস্ট পদে যোগদানের সুযোগ পাবেন। এছাড়া যোগ্য আবেদনকারীরা ট্রেজারির অন্যান্য জুনিয়র অ্যানালিস্ট পদের জন্যও আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 📌 ১২ অক্টোবর ২০২৫