MOROCCAN SCHOLARSHIP 2025-26

২০২৫–২৬ শিক্ষাবর্ষে মরক্কো সরকারের বৃত্তিতে বাংলাদেশ থেকে ১৫ জন শিক্ষার্থীকে মূল প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। পাশাপাশি বিকল্প প্রার্থী হিসেবে আরও সাতজনের নাম ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ.এস.এম. কাশেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তালিকা প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, মরক্কোর দূতাবাস থেকে প্রাপ্ত নোট ভারবালের ভিত্তিতে এই মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

মনোনীত শিক্ষার্থীদের মধ্যে স্নাতক পর্যায়ে ১০ জন, স্নাতকোত্তর পর্যায়ে ৪ জন এবং পিএইচডি পর্যায়ে ১ জন রয়েছেন। বিকল্প তালিকায় স্নাতক পর্যায়ে ৫ জন ও স্নাতকোত্তর পর্যায়ে ২ জনের নাম রয়েছে।

স্নাতক পর্যায়ের মূল প্রার্থী:
মো. রাকিবুল ইসলাম (কুমিল্লা), মো. নাসের উদ্দিন (কুমিল্লা), তাসমিমুল ইসলাম সাওম (কক্সবাজার), মো. আবদুল হাসিব মাহবুব (সিলেট), মুহাম্মদ মুনাসিব আল মুস্তাফি (ঢাকা), শেখ আদনান মোস্তফা (ঢাকা), মো. নিয়ামতুল্লাহ (নড়াইল), মো. কাওসার আলম (কুমিল্লা), তামজিদ হোসাইন জয় (মাদারীপুর) এবং মো. ইরাহাদ বিন আনসারী (পঞ্চগড়)।

স্নাতকোত্তর পর্যায়ের মূল প্রার্থী:
মো. সুধীপ্ত কবির (রংপুর), হাসিবুল হাসান (ঢাকা), মুস্তাফিজুর রহমান (ফরিদগঞ্জ) এবং মোহাম্মদ সাকিব বিন সেলিম (চট্টগ্রাম)।

পিএইচডি পর্যায়ের প্রার্থী:
মো. আতিকুর রহমান (ঢাকা)।

মরক্কো সরকারের এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাবেন। এ বৃত্তিতে সম্পূর্ণ টিউশন ফি মওকুফ ছাড়াও বিশ্ববিদ্যালয় হোস্টেলে আবাসন সুবিধা এবং আংশিক মাসিক ভাতা দেওয়া হয়।

প্রতিবছরের মতো এবারও মরক্কো সরকারের এ উদ্যোগ বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক উচ্চশিক্ষার নতুন দুয়ার খুলে দিল বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *