তুরস্কে স্কলারশিপ- যেভাবে আবেদন করবেন

বাংলাদেশিদের জন্য মুসলিম বিশ্বের এরদোগানের দেশ তুরস্ক পড়াশোনার জন্য বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে উঠছে। ২০২৫/২৬ সেশনে ভর্তির জন্য তুরস্কের জনপ্রিয় বিল্কেন্ট ইউনিভার্সিটিতে বাংলাদেশীরা আবেদন করতে পারবেন। তুরস্কের সেরা ৫ টি ইউনিভার্সিটির মধ্যে একটি এবং টাইমস হায়ার এডুকেশন দ্বারা বিশ্বব্যাপী ৬০১-৮০০ সীমার মধ্যে স্থান পেয়েছে এই বিলকেন্ট ইউনিভার্সিটি। স্থানীয়ভাবে বিলকেন্ট ইউনিভার্সিটিকে প্রায়শই তুরস্কের শীর্ষ ৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। ইতিমধ্যে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ফল সেমিস্টারের আবেদন গ্রহন করা শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশ থেকে শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন অনলাইনে। নির্বাচিত শিক্ষার্থীরা এই স্কলারশিপের আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা সমূহঃ

* টিউশন ফি মওকুফ
* উপবৃত্তি ও আবাসন বাবদ মাসিক চাড় হাজার তুর্কি লিরা
*স্বাস্থ্যবিমা
* ল্যাপটপ
* খাবার
* বৈজ্ঞানিক অনুষ্ঠানের জন্য ভ্রমন সহায়তা

অধ্যয়নের বিষয় সমূহঃ

ফলিত প্রযুক্তি, ব্যবস্থাপনা, অর্থনীতি, সামাজিক বিজ্ঞান, নকশা ও স্থাপত্য, প্রকৌশল, ব্যবসা প্রশাসন, বিজ্ঞান, সংগীত ও পরিবেশনা শিল্পকলা, সামাজিক বিজ্ঞান স্নাতক স্কুল, স্নাতক স্কুল অব এডুকেশন।


আবেদনের নূন্যতম যোগ্যতাঃ

* তুরস্ক সহ সকল দেশের নাগরিক আবেদন করতে পারবেন
* স্নাতক শিক্ষার্থীদের জন্য নূন্যতম সিজিপিএ ২.৫০
* স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য নূন্যতম সিজিপিএ ২.৮০
* ইংরেজি ভাষা শিক্ষার সনদ
* আইইএলটিএসে নূন্যতম ৬.৫

আবেদন করার জন্য যেসব তথ্য প্রয়োজন  –

* আপডেটেড সিভি
* শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট
* স্টেটমেন্ট অব পারপাস
*  রেফারেন্স লেটার

কীভাবে আবেদন করবেনঃ


প্রার্থীদের আবেদন করার মাধ্যম হলো অনলাইনে। আবেদনের পদ্ধতি ও আবেদনের বিস্তারিত জানতে দেখুন  বিলকেন্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *