MonashUniversity

অস্ট্রেলিয়ার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় Monash University আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অ্যাকাউন্টিং বিষয়ে ফুলটাইম মাস্টার্স ডিগ্রী প্রোগ্রাম চালু করেছে। এ প্রোগ্রামে শিক্ষার্থীরা ফান্ড বা স্কলারশিপের সুযোগ নিয়েই পড়াশোনা করতে পারবেন। বিশ্ববিদ্যালয়টি দেশের শীর্ষস্থানীয় গবেষণামূলক প্রতিষ্ঠানগুলোর একটি এবং বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় নিয়মিত স্থান করে নেয়।

ভর্তির যোগ্যতা

অ্যাকাউন্টিং-এ মাস্টার্স করার জন্য আবেদনকারীর থাকতে হবে চার বছরের ব্যাচেলর ডিগ্রী ও ন্যূনতম ৩.২৫ সিজিপিএ। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতার প্রমাণ হিসেবে IELTS ., TOEFL iBT ৭৯ অথবা PTE ৫৮ স্কোর থাকতে হবে। আবেদন করার সময় একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট, বিস্তারিত সিভি, দুটি একাডেমিক রেফারেন্স, স্টেটমেন্ট অব পারপাস এবং প্রয়োজনে প্রফেশনাল অভিজ্ঞতার প্রমাণপত্র জমা দিতে হবে।

স্কলারশিপ ফান্ডিং

Monash University শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরণের স্কলারশিপের ব্যবস্থা রেখেছে। এর মধ্যে টিউশন ফি ওয়েইভার স্কলারশিপ সবচেয়ে বেশি জনপ্রিয়, যা প্রায় প্রতিটি ডিপার্টমেন্টেই পাওয়া যায়। এছাড়া রয়েছে ফ্যাকাল্টি ও ডিপার্টমেন্টভিত্তিক স্কলারশিপ, যেগুলো আংশিক বা পূর্ণ টিউশন ফি মওকুফ করে।

বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় তহবিল থেকেও একাধিক মর্যাদাপূর্ণ স্কলারশিপ প্রদান করা হয়। এর মধ্যে Sir John Monash Scholarship বিশেষভাবে উল্লেখযোগ্য, যা শুধুমাত্র উৎকৃষ্ট একাডেমিক ও গবেষণা প্রোফাইলধারী শিক্ষার্থীদের দেওয়া হয়ে থাকে। অনেক ক্ষেত্রে এসব স্কলারশিপের সঙ্গে লিভিং অ্যালাউন্স ও স্বাস্থ্য বীমার সুবিধাও যুক্ত থাকে।

কেন মনাশ বিশ্ববিদ্যালয়?

Monash University-তে অ্যাকাউন্টিং প্রোগ্রামটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং এটি CPA Australia, CAANZ ACCA-এর মতো পেশাগত সনদের পথ খুলে দেয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শক্তিশালী ইন্ডাস্ট্রি কানেকশন, গবেষণা সুযোগ এবং অ্যালামনাই নেটওয়ার্ক শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে সহায়তা করে।

👉 অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক মেধাবী শিক্ষার্থীদের জন্য Monash University-তে অ্যাকাউন্টিং-এ মাস্টার্স একটি আদর্শ সুযোগ হিসেবে বিবেচিত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *