ব্যাংক স্টেটমেন্ট ছাড়া দুবাই পড়াশুনার সুযোগ

study in Dubai without bank statement

আইইএলটিএসের স্কোর মিট করতে পারছেন না? ফান্ডিং নিয়ে সমস্যায় আছেন? কানাডা বা অস্ট্রেলিয়ার মতো প্রিমিয়াম ডেসটিনেশনে আপনি পড়তে যেতে ইচছুক কিন্তু পারছেন না? হয়তো আপনার স্টাডি গ্যাপ আছে? এসব সমস্যা থাকলে এই লেখাটি আপনার জন্য!

আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি, আপনি যদি ২০২৫ সালে ব্যাংক স্টেটমেন্ট ছাড়া বিদেশে পড়তে যেতে চান, তবে আপনার কোনো দুশ্চিন্তা থাকবে না, যদি আপনার ফার্স্ট চয়েজ হয় দুবাই।

দুবাই কেন?

নিশ্চয়ই আপনাদের মাথায় এসেছে কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া থাকতে দুবাই কেন? অবশ্যই যদি আপনি উপরের এই রিকয়ারমেন্টস ফুলফিল করতে পারেন তাহলে দুবাই আপনার জন্য বেস্ট চয়েজ না। আর যদি আপনার মনে হয়, নাহ আমি আইইএলটিএসের স্কোর মিট করতে পারছি না, ফান্ডিং সমস্যা এবং স্টাডি গ্যাপ আছে তাহলে ট্রাস্ট মি, চোখ বন্ধ করে আপনি দুবাইর জন্য তৈরি হতে পারেন।

আসুন জেনে নেই এত ব্যারিয়্যার্স থাকার পরও দুবাই কেন!

কানাডা, ইউএসে, ইউকের মতো উন্নত দেশেও যেখানে স্কলারশিপ পেতে আপনাকে হিমশিম খেতে হচ্ছে সেখানে দুবাই আপনাকে দিচ্ছে ৫০% পর্যন্ত স্কলারশিপ। তাহলে আপনি কেন এই সুযোগ লুফে নিচ্ছেন না?

আমেরিকা, অস্ট্রেলিয়ার মতো দেশের সেরা বিশ্ববিদ্যালয় যেমন অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটি, আমেরিকান ইউনিভার্সিটি, কানাডিয়ান ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ বাকিংহাম ইত্যাদি ইউনিভার্সিটির ব্রাঞ্চ আছে এখানে।

বছরে যেখানে ২০-২৫ লাখ টাকা লাগবে উন্নত এই দেশগুলোতে পড়তে সেখানে মাত্র ৮-১০ লাখ টাকায় উচ্চশিক্ষা নিতে পারছেন আপনি দুবাইতে। তাছাড়া দুবাইতে পড়তে যেতে হলে লাগছে না আপনার কোন ব্যাংক স্টেটমেন্ট দেখানো। এখানে পড়েও আপনি পেয়ে যাচ্ছেন টপ র‍্যাঙ্কিং ইন্সটিউটে পোস্ট গ্রাজুয়েশন করার সুযোগ। 

তাহলে কেন আপনি এই সুবিধা নিচ্ছেন না? এমন নয় যে আপনি ওয়ারকিং টাইম পাচ্ছেন না, দুবাই একমাত্র দেশ যেখানে আপনি পড়াশুনার পাশাপাশি কাজ করার সুযোগ পাচ্ছেন। So, why are you not taking of this golden opportunity?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *