ইন্দোনেশিয়া, একটি মুসলিম দেশ হিসেবে এবং ভ্রমণের কারণে অনেকের কাছে পরিচিত। এই দেশে প্রতিবছর উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ প্রদান করা হয়। দেশটির পাবলিক বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটাস সেবেলাস মারেট (ইউএনএস), বিশ্বের নানা প্রান্ত থেকে শিক্ষার্থীদের জন্য বৃত্তি ঘোষণা করেছে। এই বৃত্তি পূর্ণ এবং আংশিক স্কলারশিপে প্রদান করা হবে এবং এতে স্নাতক, মাস্টার্স ও পিএইচডি স্তরের পড়াশোনার সুযোগ রয়েছে। যদিও সব বিষয়ে বৃত্তি প্রদান করা হয়, তবে মেডিকেল অনুষদে বৃত্তির সংখ্যা সীমিত বা আসন কম। ২০২৬ সালের আগস্ট সেশনের জন্য এখন আবেদন গ্রহণ করা হচ্ছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্নাতক, মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ের জন্য আবেদন করতে পারবেন। বৃত্তির পাশাপাশি নিজ খরচেও শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবেন। তবে আবেদন করার আগে সব নিয়ম এবং প্রয়োজনীয় ডকুমেন্টস ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। বৃত্তির ধরন: ১. পূর্ণ বৃত্তি (Full Scholarship): সম্পূর্ণ টিউশন ফি মওকুফ। মাসিক ভাতা: স্নাতক পর্যায়ে ১৫ লাখ রুপি, মাস্টার্সে ১৭ লাখ ৫০ হাজার রুপি, এবং পিএইচডি পর্যায়ে ২২ লাখ ৫০ হাজার রুপি। বিনামূল্যে ইন্দোনেশিয়ার ভাষা শিক্ষার কোর্স। স্বাস্থ্যবিমা। ২. আংশিক বৃত্তি (Partial Scholarship): টিউশন ফি মওকুফ। বিনামূল্যে ইন্দোনেশিয়ান ভাষা শিক্ষার কোর্স। স্বাস্থ্যবিমা। আবেদনের যোগ্যতা: আবেদনকারীকে ইন্দোনেশিয়ার বাইরের দেশের নাগরিক হতে হবে। স্নাতক পর্যায়ে আবেদনকারীর বয়স ২৪ বছরের কম হতে হবে। অপরাধমূলক মামলা বা শরণার্থী নয় এমন শিক্ষার্থী হতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে, TOEFL স্কোর (বিজ্ঞান ৪৫০ / সমাজবিজ্ঞান ৫০০) বা সমমানের স্কোর থাকতে হবে। ইউএনএস-এ পড়াশোনার আগ্রহ থাকতে হবে। অনলাইন সাক্ষাৎকারে অংশগ্রহণের আগ্রহ থাকতে হবে। সব প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস: সদ্য তোলা ছবি (JPG/PNG, সর্বোচ্চ ৩০০ কেবি)। পাসপোর্ট (কমপক্ষে ১৮ মাসের মেয়াদসহ)। সনদপত্র ও ট্রান্সক্রিপ্ট (ইংরেজি বা ইন্দোনেশিয়ান)। সাম্প্রতিক স্বাস্থ্য সনদ। জীবনবৃত্তান্ত (বিশ্ববিদ্যালয়ের ফরম্যাটে)। আর্থিক বিবরণী (বিশ্ববিদ্যালয়ের ফরম্যাটে)। পার্সোনাল স্টেটমেন্ট (বিশ্ববিদ্যালয়ের ফরম্যাটে)। ইংরেজি দক্ষতার সনদ। ইন্দোনেশিয়ান ভাষার সনদ (যদি থাকে)। দুটি রেফারেন্স লেটার (শুধুমাত্র মাস্টার্স ও পিএইচডির জন্য)। গবেষণা প্রস্তাব (শুধুমাত্র পিএইচডির জন্য)। কোর্সের মেয়াদ: স্নাতক: ৮ সেমিস্টার। মাস্টার্স: ৪ সেমিস্টার। পিএইচডি: ৬ সেমিস্টার। জিপিএ বজায় রাখার প্রয়োজনীয়তা: সমাজবিজ্ঞান: কমপক্ষে ৩। প্রকৌশল ও প্রাকৃতিক বিজ্ঞান: কমপক্ষে ২.৭৫। আবেদনের পদ্ধতি:১. Letter of Offer ডাউনলোড করুন।২. কোর্স তালিকা পর্যালোচনা করুন।৩. নিজের দেশের ইন্দোনেশিয়ান দূতাবাস/কনস্যুলেটে যোগাযোগ করে রিকমেন্ডেশন লেটার সংগ্রহ করুন।৪. অনলাইনে আবেদন করুন। আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৫।