যুক্তরাষ্ট্রের নামকরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বোস্টন ইউনিভার্সিটি আগামী শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘প্রেসিডেনশিয়াল স্কলারশিপ–২০২৫’ ঘোষণা করেছে। এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা স্নাতক পর্যায়ে অধ্যয়নের সুযোগ পাবেন। আবেদন করা যাবে বিশ্বের যে কোনো দেশ থেকে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১ ডিসেম্বর ২০২৫। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের রাজধানী বোস্টনে অবস্থিত বোস্টন ইউনিভার্সিটি একটি শীর্ষস্থানীয় বেসরকারি গবেষণামূলক বিশ্ববিদ্যালয়। বর্তমানে প্রায় ২৯ হাজার শিক্ষার্থী এখানে পড়াশোনা করছেন, যার মধ্যে ১৪০টিরও বেশি দেশের শিক্ষার্থী রয়েছে। বিশ্ববিদ্যালয়টির চার হাজারেরও বেশি অভিজ্ঞ ফ্যাকাল্টি সদস্য শিক্ষা ও গবেষণায় যুক্ত আছেন। সুবিধা প্রেসিডেনশিয়াল স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি শিক্ষাবর্ষে ২৫ হাজার মার্কিন ডলার করে বৃত্তি পাবেন। চার বছরের স্নাতক ডিগ্রির জন্য এটি নবায়নযোগ্য, অর্থাৎ সর্বোচ্চ এক লাখ ডলার পর্যন্ত সহায়তা পাওয়া সম্ভব। একাডেমিক উৎকর্ষ, নেতৃত্বগুণ ও শিক্ষার্থীর সামগ্রিক সাফল্যের ভিত্তিতেই এ স্কলারশিপ প্রদান করা হয়। অধ্যয়নের ক্ষেত্র স্কলারশিপের আওতায় বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ থাকবে। এর মধ্যে রয়েছে— স্বাস্থ্যবিজ্ঞান যোগাযোগ শিল্প ও বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং চারুকলা ব্যবসা গ্লোবাল স্টাডিজ শিক্ষা ও মানব উন্নয়ন আবেদনের যোগ্যতা অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। পূর্ববর্তী শিক্ষাজীবনে উল্লেখযোগ্য একাডেমিক ফলাফল থাকতে হবে। SAT স্কোর ১৫০০-এর বেশি বা ACT স্কোর ৩৩-এর বেশি থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ (TOEFL/IELTS) থাকতে হবে। প্রয়োজনীয় নথিপত্র বৈধ পাসপোর্টের কপি মাধ্যমিক বিদ্যালয়ের সনদপত্র একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও রেকর্ড ইংরেজি দক্ষতার সনদ কাউন্সেলর বা শিক্ষকের সুপারিশপত্র ব্যক্তিগত প্রবন্ধ (Essay/Statement of Purpose) 📌 আবেদনের শেষ তারিখ: ১ ডিসেম্বর ২০২৫