TopEngineeringUniversities

আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের সেরা ঠিকানা যুক্তরাষ্ট্র। কারণ বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর বড় একটি অংশই এ দেশে অবস্থিত। বিশেষ করে প্রকৌশল শিক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যুগান্তকারী গবেষণা, উদ্ভাবন ও শিল্পসংযোগের কারণে বরাবরই প্রথম সারিতে রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ে আধুনিক ল্যাব, খ্যাতিমান অধ্যাপক ও cutting-edge প্রযুক্তি ব্যবহারের সুযোগ শিক্ষার্থীদের অভিজ্ঞতাকে করে তোলে বিশ্বমানের।

গুণগত এই মানের কারণে যুক্তরাষ্ট্র আজ শিক্ষার্থীদের প্রথম পছন্দ। পিছিয়ে নেই বাংলাদেশি শিক্ষার্থীরাও—প্রতিযোগিতামূলক স্কলারশিপ ও ক্যারিয়ারের অফুরন্ত সম্ভাবনার কারণে প্রতিবছর অসংখ্য মেধাবী তরুণ-তরুণী যুক্তরাষ্ট্রমুখী হচ্ছেন।

তাছাড়া যুক্তরাষ্ট্রজুড়ে রয়েছে অসংখ্য বহুজাতিক কোম্পানি, প্রযুক্তি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা ও উন্নয়ন সংস্থা—যেখানে শিক্ষাজীবন শেষে কাজ করার অপার সুযোগ মেলে। এমনকি অনেকেই গবেষণায় দক্ষতা প্রমাণ করে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি বা শিক্ষক হিসেবেও যুক্ত হওয়ার সুযোগ পান। তাই উচ্চশিক্ষা, ক্যারিয়ার ও জীবনমান—সব মিলিয়ে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের একটি অন্যতম প্ল্যাটফর্ম।

আজ আমরা যুক্তরাষ্ট্রের সেরা দশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানব।

. ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (MIT)

আসলে সবাই জানেন এমআইটি বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট অনুযায়ী এই বিশ্ববিদ্যালয় ১ নম্বরে রয়েছে। প্রায় ২ হাজার ৮০০ শিক্ষার্থী স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন। এখানে ইঞ্জিনিয়ারিংয়ে যুক্তরাষ্ট্রের বাসিন্দা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আবেদন ফি ৯০ ডলার করে। এখানে পড়াশোনার বার্ষিক টিউশন ফি প্রায় ৬৪ হাজার ৩১০ ডলার।

. স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়

ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। মার্কিন শিক্ষার্থী এবং আন্তর্জাতিক শিক্ষার্থী উভয়ের জন্য আবেদন ফি ১২৫ ডলার করে। টিউশন ফি প্রতিবছর শিক্ষার্থীদের দিতে হয় প্রায় ৬৫ হাজার ৮২ ডলার করে। বিশ্বের অন্যতম এই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর প্রায় ১ হাজার ৭০০ শিক্ষার্থী ভর্তি হন।

. ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলে (UC Berkeley)

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে–তে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং কোর্সে পড়ার সুযোগ আছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, অপারেশনস রিসার্চ, ফলিত বিজ্ঞান, প্রযুক্তিসহ আটটি বিষয়ের একটিতে ডিগ্রি সম্পন্ন করতে পারেন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদন ফি ১৫৫ ডলার এবং বার্ষিক টিউশন ফি প্রায় ৩৭ হাজার ৬৭০ ডলার।

. পারডু ইউনিভার্সিটি

আমেরিকার পারডু ইউনিভার্সিটিতে ভর্তিতে মার্কিন নাগরিকদের জন্য ফি কম। নিজ দেশের বাসিন্দাদের জন্য ৬০ ডলার এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ৭৫ ডলার ভর্তি ফি। টিউশন ফি প্রতিবছরে প্রায় ২৯ হাজার ৬৪৪ ডলার।

. কার্নেগি মেলন ইউনিভার্সিটি (Carnegie Mellon)

কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে প্রতিবছর প্রকৌশল স্নাতক প্রোগ্রামে শতাধিক শিক্ষার্থী ভর্তির সুযোগ পান। বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা কোর্সভিত্তিক বা গবেষণাভিত্তিক স্নাতকোত্তর ডিগ্রি ও পিএইচডি করতে পারেন। আবেদন ফি ৭৫–১০০ ডলার এবং টিউশন ফি বছরে প্রায় ৬০ হাজার ৩০০ ডলার।

. জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি

জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি শিক্ষাপ্রতিষ্ঠানটি অন্য এক জরিপে আছে ৫ নম্বরে। ইউনিভার্সিটিতে মেডিকেল ফিজিকস থেকে শুরু করে মহাকাশ প্রকৌশলসহ বিভিন্ন প্রকৌশল কোর্সে শিক্ষার্থী ভর্তি করে। এ বিশ্ববিদ্যালয়ে ২০টির মতো বিশেষায়িত বিষয়ে পড়ার সুযোগ আছে। এগুলোর মধ্য টেক ইঞ্জিনিয়ারিং, শিল্প প্রকৌশল এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলোর চাহিদা বেশি। আন্তর্জাতিক আবেদন ফি ১০৫ ডলার।

. ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (Caltech)

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে শিক্ষার্থীদের জন্য প্রকৌশল বিষয়ে পৃথক ও আকর্ষণীয় নানা কোর্স আছে। শিক্ষার্থীরা এক বছরে বিজ্ঞানে স্নাতকোত্তর অথবা দুই বছরে অ্যারোনটিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রকৌশল ডিগ্রি নিতে পারেন। এ বিশ্ববিদ্যালয়ে পড়তে আবেদন ফি ১০০ ডলার এবং বার্ষিক টিউশন ফি ৬৫ হাজার ৭০৬ ডলার।

. মিশিগান বিশ্ববিদ্যালয় (University of Michigan–Ann Arbor)

এই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে মার্কিন নাগরিকদের জন্য আবেদন ফি ৭৫ ডলার এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ৯০ ডলার। বার্ষিক টিউশন ফি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রায় ২৮ হাজার ৯৪ ডলার।

. ইউনিভার্সিটি অব টেক্সাস (University of Texas at Austin)

ইউনিভার্সিটি অব টেক্সাসের প্রকৌশলবিদ্যায় পড়ানোর জন্য ৩২৮ জন পূর্ণ সময়ের অনুষদকর্মী রয়েছেন। আমেরিকানদের জন্য আবেদন ফি ৬৫ ডলার এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তা ৯০ ডলার। টিউশন ফি ১০ হাজার ৫৫৪ ডলার (in‑state) এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ১৯ হাজার ৩২০ ডলার প্রতিবছরে।

১০. টেক্সাস এঅ্যান্ডএম ইউনির্ভাসিটি (Texas A\&M University)

ইঞ্জিনিয়ারিংয়ে টেক্সাস এঅ্যান্ডএম ইউনির্ভাসিটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদন ফি ১৪৮ ডলার। শিক্ষার্থীরা অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, ওশোন ইঞ্জিনিয়ারিং, হেলথ ফিজিকসসহ বিভিন্ন প্রোগ্রামে স্নাতক পড়তে পারবেন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফি বার্ষিক প্রায় ১৭ হাজার ৩৭০ ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *