বাংলাদেশের অনেক শিক্ষার্থীর পড়াশোনার অন্যতম গন্তব্য তুরস্ক। দেশটি নানা ধরনের বৃত্তি দেয়। আবার কেউ কেউ পকেটের অর্থ খরচ করেও পড়তে যান দেশটিতে। দেশটিতে পড়তে যেতে চাওয়া শিক্ষার্থীদের জন্য একটি বৃত্তি আছে, সেটি হচ্ছে বিলকেন্ট ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্কলারশিপ। এবারের অর্থাৎ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ফল সেমিস্টারের জন্য আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন অনলাইনে। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
সুযোগ-সুবিধা—
- নির্বাচিত শিক্ষার্থীরা সব ধরনের টিউশন ফি মওফুক পাবেন
- উপবৃত্তি ও আবাসন সহায়তা হিসেবে প্রতি মাসে সাড়ে চার হাজার তুর্কি লিরা মিলবে
- স্বাস্থ্যবিমা
- একটি ল্যাপটপ
- খাবার কার্ড
- বৈজ্ঞানিক অনুষ্ঠানে যোগদানে ভ্রমণ সহায়তা
অধ্যয়নের বিষয়—
ফলিত প্রযুক্তি, ব্যবস্থাপনা, অর্থনীতি, সামাজিক বিজ্ঞান, নকশা ও স্থাপত্য, প্রকৌশল, ব্যবসা প্রশাসন, বিজ্ঞান, সংগীত ও পরিবেশনা শিল্পকলা, সামাজিক বিজ্ঞান স্নাতক স্কুল, স্নাতক স্কুল অব এডুকেশন।
আবেদনের যোগ্যতা—
- তুরস্কের নাগরিকসহ যেকোনো দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন
- স্নাতক শিক্ষার্থীদের আবেদনে কমপক্ষে ২ দশমিক ৮০ সিজিপিএ
- স্নাতকোত্তর শিক্ষার্থীদের আবেদনে কমপক্ষে ২ দশমিক ৮০ সিজিপিএ
- ইংরেজি ভাষায় দক্ষতার সনদ প্রয়োজন
- আইইএলটিএসে কমপক্ষে স্কোর হতে হবে ৬ দশমিক ৫
আবেদনের প্রয়োজনীয় তথ্য—
- হালনাগাদ সিভি
- সব ধরনের ডিগ্রির সার্টিফিকেট
- অফিশিয়াল ট্রান্সক্রিপ্ট
- স্টেটমেন্ট অব পারপাস
- দুটি রিকমেন্ডেশন লেটার
আবেদনের পদ্ধতি—
আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। শিক্ষার্থীরা আবেদনের পদ্ধতি ও আবেদনের বিস্তারিত জানতে পারবেন বিলকেন্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটে। বৃত্তির সব তথ্য পেতে ক্লিক করুন এখানে
আবেদনের শেষ তারিখ: আগামী ১৩ জুলাই ২০২৫।